কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ কর্তৃক পৃথক ঘটনায় ২ কেজি গাঁজা ও ১১০০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


আব্দুস সবুর ঢাকা:
কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে খাটিহাতা হাইওয়ে থানার এএসআই/(নিঃ)মোঃআব্দুল কাদির সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার(২৫-আগস্ট)দুপুর ২ টায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বোরড মোড়ে যানবাহন নিয়ন্ত্রন ডিউটি করা কালে জানিতে পারেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে সাফকো সিএনজি পাম্পের সামনে একজন মাদক ব্যাবসায়ী মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য অপেক্ষামান যাত্রী আসামী মোঃশরিফ (২০), পিতা আবু সাইদ,মাতা মোসাঃ ছালেহা বেগম, গ্রাম শহীদ নগর,থানা পাগলা,জেলা ময়মনসিংহকে তার ডান হাতে থাকা সপিং ব্যাগ এর মধ্যে কষ্টটেপ দিয়ে বাধা অবস্থায় ২ (দুই) কেজি গাঁজা;যার মুল্য আনুমান ২×৩০০০০/=,৬০০০০/=(ষাট হাজার) টাকা উদ্ধার পুর্বক উপস্হিত স্বাক্ষীদের সামনে ১৪.৩০ ঘটিকায় জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।শনিবার (২৬ আগস্ট ২০২৩) সকাল অনুমান ৮টা ৪৫ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ফাজিলপুর হাইওয়ে থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী লেইনের মহাসড়কের উপর অভিযান পরিচালনা কালে সৌদিয়া সিল্কি যাত্রীবাহী এসি বাস হতে ১১০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ হেলালকে আটক করা হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।ফেনী জেলাধীন ফাজিলপুর হাইওয়ে থানার এসআই নুর সোলেমান,এস আই সফিকুর রহমান,এএস আই আলতাফসহ সংগীয় ফোর্সগন অভিযান পরিচালনা করে ছাগলনাইয়া থানাধীন গোপাল ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনের সুলতানা পেল্ট্রোল পাম্পের পশ্চিম পাশে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী লেইনের মহাসড়কের উপর সৌদিয়া সিল্কি যাত্রীবাহী এসি বাস; যার রেজিস্ট্রেশন নাম্বর চট্ট মেট্রো-ব-১১-১৯১৫ বাস এর যাএীসেজে যাওয়া কালীন সময়ে তল্লাশী করে C-4 সিটের যাএীর প্যান্টের সামনের ডান পকেটে বিশেষ কায়দায় লুকানো ১১০০(এগারশত)পিচ ইয়াবাসহ আসামী মোঃ হেলাল (৩৮),পিতাঃ মৃত মোজাফফর আহমদ মাতাঃহাফেজা বেগম, সাং:কাঞ্চনা,থানা:সাতকানিয়া জেলা:চট্টগ্রামকে আটক করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমান ১১০০X৩০০=৩৩০০০০/=(তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা। আটককৃত আসামী মোঃ শরিফ(২০)ও মো:হেলাল(৩৮) এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এবং ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজুসহ আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়।এ বিষয়ে এসপি খাইরুল আলম ঢাকা নিউজলাইনকে বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছেন,মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকায় কাজ করে যাচ্ছি,মাদক ব্যবসায়ী যে-ই-হোক-না-কেনো কোনো ছাড় দেওয়া হবেনা।সু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এমন অভিযান অব্যাহত থাকবে।