কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এস,এস,সি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:59 AM, 27 April 2023

নিজস্ব প্রতিবেদক//

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে বেলা ৩টায় কালেক্টরেট স্কুলের কনফারেন্স রুমে এস,এস,সি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার ডিউ। কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা এই প্রথম এসএসসি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করছে।

এইবার মোট ৯৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬০ জন, ব্যবসায় শিক্ষা ২২ জন, মানবিক থেকে ১৫ জন। ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী স্কুলের শিক্ষক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

আপনার মতামত লিখুন :