কুষ্টিয়ায় ওয়ালটন কি‌স্তি ক্রেতা সুরক্ষা কার্ডের আওতায় মৃত কি‌স্তি ক্রেতার প‌রিবারকে আ‌র্থিক সু‌বিধা প্রদান

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  12:11 AM, 15 June 2023

 

এফ.আর.জন কুষ্টিয়া থেকে:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কি‌স্তি ক্রেতার মৃত্যুতে কিস্তিতে পণ্য কেনা ক্রেতার প‌রিবারকে আর্থিক সহায়তা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন। সহজ কিস্তিতে মোবাইল ফোন কেনা জু‌য়েল হোসেনের প‌রিবার প্রতিষ্ঠানটির ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় এ সুবিধা পেয়েছে। সম্প্রতি ক্রেতাদের জন্য ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ চালু করেছে ওয়ালটন প্লাজা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারীদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হচ্ছে। কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং তার পরিবারের কোনো সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। এক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে দেওয়া হচ্ছে।বুধবার ( ১৪ জুন) বেলা ১১টায় ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া ওয়ালটন প্লাজায় মৃত জু‌য়েল হোসেনের প‌রিবা‌রের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় ওয়ালটন প্লাজা,ডিভিশন-১০ চিফ ডিভিশনাল অফিসার কাজী আরিফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজা ডিভিশন-১০ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার ওবাইদুর রহমান, কুষ্টিয়া এরিয়ার আর.এস.এম এম.এস দ্বীন ইসলাম,‌কু‌ষ্টিয়া এ‌রিয়ার আরএসএম মোঃ আ‌জিজুর রহমান , সাতবাড়ীয়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ শ‌রিফুল ইসলামসহ এ সময় সাতবাড়ীয়া ওয়ালটন প্লাজার কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। ওয়ালটনের ডিভিশন-১০ এর চিফ ডিভিশনাল অফিসার কাজী আরিফ হোসেন বলেন, ওয়ালটন সহজ কিস্তিতে পণ্য দিয়ে থাকে। সেই সঙ্গে যদি কিস্তি পরিশোধকালীন ক্রেতা বা তার পরিবারের সদস্য কেউ মারা যায়, তাহলে আর্থিক সুবিধা দেওয়া হয়।সাতবাড়ীয়া ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ শ‌রিফুল ইসলাম বলেন, ভেড়ামারা উপজেলার সাতবা‌ড়িয়া গ্রামের মোঃ জু‌য়েল হোসেন সাতবাড়ীয়া ওয়ালটন প্লাজা থেকে তিনি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী‌তে কিস্তিতে ১৬ হাজার ২০০ টাকার একটি মোবাইল ফোন কেনেন। ২৭ শে মার্চে জু‌য়েল হো‌সেন মারা যাওয়ায় তার স্ত্রী মন‌জেরা খাতুন‌ ৫০ হাজার টাকা পেয়েছেন।

আপনার মতামত লিখুন :