আলহাজ্ব মাহি বিশ্বাস ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরন


নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী দৌলতপুর উপজেলাকে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিতে এবং মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের আয়োজনে ১৪ টি ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন এর উদ্যোগ গ্রহন করা হয়েছিলো।এর ধারাবাহিকতায় রিফাইতপুর ইউনিয়নে বাবলু বাজার প্রাথমিক বিদ্যালয় এর মাঠে মাস ব্যাপি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান আনিস, বিশেষ অতিথি আয়োজক কমিটির উদ্যোক্তা জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মাহী বিশ্বাস, যুগ্ন আহবায়ক আলহাজ্ব খায়রুল ইসলাম শিপুল, ইমরান খান, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিযার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, মিরপুর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এ্যাড:ওয়াকিবুল ইসলাম লিপসন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোষাধাক্ষ ইমরান হাসান পাপ্পু,প্রচার প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি সুমন মাহমুদ প্রমুখ।এসময় প্রধান অতিথি আনিসুর রহমান বলেন, যুব সমাজকে মাদকমুক্ত এবং শারিরীক ভাবে সুস্থ্য রাখতে খেলাধুলার বিকল্প নেই। দৌলতপুরে শ্রমিক লীগের উদ্যোগে এই টুর্নামেন্ট অব্যাহত থাকবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ঝাউদিয়া যুব সংঘের সভাপতি রনি আহমেদ। খেলায় ট্রাইবেকারে তিন এক গোলে চ্যাম্পিয়ন হয় সেভেন ষ্টার ক্লাব।