আজ আইনজীবী ও সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান সুমনের জন্মদিন


ঢাকা নিউজলাইন ডেস্ক:
কুষ্টিয়ার জেলা ছাত্রলীগের ১/১১ এর সাবেক ছাত্রনেতা,ঘাতক দালাল নির্মুল কমিটি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুমিষ্টভাষী,সাংগাঠনিক, মানবিক,আইনজীবী সাইফুর রহমান সুমনের আজ জন্মদিন।এজন্মদিন উপলক্ষ্যে আইনজীবী সাইফুর রহমান সুমনের সহকর্মী সহযোগী,বন্ধুবান্ধব,স্নেহাশিস,বয়োজ্যেষ্ঠ,সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেছেন।তিনি এমন একজন মানুষ যাহার রাজনৈতিক ও আইনজীবী হিসেবে কর্ম উদ্যম এবং ভ্রাতৃত্ব সুলভ আন্তরিক আচরণে তারুণেরই বহিঃপ্রকাশ বিদ্যমান।যেই তারুণ্য মানুষকে কাছে টানে,যেই গুণাবলী থাকা উচিৎ একজন সফল ছাত্রনেতা,একজন সমাজ সংগঠক সেবকের সর্বোপরি একজন মানুষের।সকলের জানামতে কোন অসহায়,অর্থসংকটে ভোগা,কোন অসহায় মানুষ তাহার কাছে সহযোগিতা না পেয়ে ফিরে যায়নি।তিনি মানবিক ও অভিমানী খেতাবকৃত একজন সাবেক ছাত্রনেতা বর্তমানে আইন পেশা নিয়ে কর্মব্যস্ত।আইনজীবী সাইফুর রহমান সুমন একজন মানুষ!যিনি মানবিকের চেয়েও বেশী কিছু৷সেই সাবেক ছাত্রনেতা ও ভালো মানুষিকতার মানুষটির আজ জন্মদিন।শুভ জন্মদিন সাবেক ছাত্রনেতা,কুষ্টিয়া জেলা শাখার ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক ও আইনজীবী সাইফুর রহমান সুমন।আল্লাহ আপনাকে সব সময় ভাল রাখুক এবং নেক হায়াত দান করুক।তিনি সাবেক ছাত্রনেতাই নন,একজন আইনজীবী হয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছেন সকল সামাজিক ভাল কাজে এবং পেয়েছেন সর্বোচ্চ সফলতা,সময়ের সঠিক ব্যাবহার,মানবিকতা শেখার একজন অনুকরণীয় ব্যক্তিত্ব,বর্তমান ছাত্র নেতাদের আইকন।