আইজিপি পদক পেলেন ডিএমপি প্রোটেকশন বিভাগের পুলিশ সার্জেন্ট-ঝোটন সিকদার

newsline24newsline24
  প্রকাশিত হয়েছেঃ  06:40 PM, 28 February 2024

আব্দুস সবুর ঢাকাঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদকে ভূষিত হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগের পুলিশ সার্জেন্ট-ঝোটন সিকদার।তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মোটরকে‌ডের কো-অর্ডিনেটর অফিসার হিসাবে কর্মরত।ঝোটন সিকদার ২০১৫ ব্যাচের পুলিশ সার্জেন্ট।কর্মক্ষেত্রে সততা,নিষ্ঠা,পেশাদারিত্ব,প্রশংসনীয়,আন্তরিকতা ও সর্বদা জীবন বাজি রেখে দায়িত্ব পালনের ব্রত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে সামনে থেকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু গমনাগমন,এস.এস.এফ এর সহিত পুলিশের সমন্বয় সাধনের মাধ্যমে পুলিশিং নিরাপত্তা নিশ্চিতকরণের স্বীকৃতিস্বরুপ A-ক্যাটাগরিতে “Police Force Exemplary Good Service Badge-2023(আইজিপি ব্যাজ)স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা পদকে ভূষিত করা হয়।এছাড়া পুলিশ সার্জেন্ট ঝোটন সিকদার অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা,কতর্ব্যনিষ্ঠা,সাহসিকতা,পেশাদারিত্ব জননিরাপত্তা বিধান,জনসেবামূলক কর্মকাণ্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে কর্মক্ষেত্রে বেশ প্রশংসনীয়। ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক(আইজিপি)চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ সার্জেন্ট ঝোটন সিকদারকে এ পদক পরিয়ে দেন।এক প্রতিক্রিয়ায় পুলিশ সার্জেন্ট ঝোটন সিকদার ঢাকা নিউজকে বলেন,কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর এ প্রাপ্তিতে কর্মোদ্দীপনা ও দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেবে।এই পুরস্কার যেন আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়,এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।পুলিশ সার্জেন্ট ঝোটন সিকদার মাননীয় প্রধানমন্ত্রীর মোটরকে‌ডের কো-অর্ডিনেটর অফিসার হিসাবে যোগদানের পর থেকে জীবন বাজি রেখে দায়িত্ব পালনের ব্রত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে সামনে থেকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু গমনাগমন,এস.এস.এফ এর সহিত পুলিশের সমন্বয় সাধনের মাধ্যমে পুলিশিং নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিভাগীয় সুনাম অর্জন করেছেন।পূর্বে ঢাকা ট্রাফিক বিভাগের মিরপুর,পল্লবী জোনে দায়িত্বরত অবস্থায় অত্র এলাকায় আইন-শৃঙ্খলার উন্নতি,ডিউটিরত অবস্থায় ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,ছিনতাইকারীদের আটক করে দায়িত্বরত এলাকার থানা তে প্রদান,মাদকদব্য উদ্ধার,বিভিন্ন সামাজিক কার্যক্রম,নারী নির্যাতন ও ইভ টিজিং রোধ বিশেষ অবদান রাখায় তিনি অভিন্ন মানদণ্ডের আলোকে বেশ খ্যাতির মাধ্যমে চাকরি করেছেন।

আপনার মতামত লিখুন :