আইজিপি পদক পেলেন কিশোরগঞ্জ জেলা পিবিআই এর চৌকশ পুলিশ কর্মকর্তা এসআই-আবু কালাম
আব্দুস সবুর ঢাকাঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদকে ভূষিত হলেন কিশোরগঞ্জ জেলা পিবিআই এর চৌকশ পুলিশ কর্মকর্তা এসআই-আবু কালাম।আবু কালাম ঢাকা কলেজের মেধাবী ছাত্র ছিলেন।কর্মক্ষেত্রে সততা,নিষ্ঠা,পেশাদারিত্ব,প্রশংসনীয় ও দৃষ্টান্তমূল কর্মের স্বীকৃতিস্বরুপ A-ক্যাটাগরিতে “Police Force Exemplary Good Service Badge 2023(আইজিপি ব্যাজ) স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা পদকে ভূষিত করা হয়।এছাড়া উপ-পরিদর্শক আবু কালাম অপরাধ নিয়ন্ত্রণ,দক্ষতা,কতর্ব্যনিষ্ঠা,সাহসিকতা,পেশাদারিত্ব জননিরাপত্তা বিধান,জনসেবামূলক কর্মকাণ্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে কর্মক্ষেত্রে বেশ প্রশংসনীয়।২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপ-পরিদর্শক আবু কালামকে এ পদক পরিয়ে দেবেন।এক প্রতিক্রিয়ায় উপ-পরিদর্শক আবু কালাম ঢাকা নিউজকে বলেন,কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর এ প্রাপ্তিতে কর্মোদ্দীপনা ও দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেবে।এই পুরস্কার যেন আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়,এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।এছাড়া উপ-পরিদর্শক আবু কালাম কিশোরগঞ্জ পিবিআই তে যোগদানের পর থেকে পিবিআইতে আগত সেবাগ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান,সেবার মান বৃদ্ধি,পিবিআই মামলাতে দায়িত্বপ্রাপ্ত বেশ কিছু ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনের সহীত,মামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিভাগীয় সুনাম অর্জন করেছেন।পূর্বে চিটাগং কোতোয়ালি থানাতে দায়িত্বরত অবস্থায় অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলার উন্নতি,ওয়ারেন্ট তামিল,মাদকদব্য উদ্ধার,বিভিন্ন সামাজিক কার্যক্রম,নারী নির্যাতন ও ইভ টিজিং রোধ বিশেষ অবদান রাখায় তিনি অভিন্ন মানদণ্ডের আলোকে বেশ খ্যাতির মাধ্যমে চাকরি করেছেন।